ঝাপসা দুচোখ একটু বেখেয়াল নিচ্ছে টেনে আমায় তোমার পথে ঘুম ভাঙানোর ভোর স্বপ্ন ছুয়ে মন দিচ্ছে শিহরন আড়াল থেকে... যেন ভেসে যাওয়া মেঘ আজ ছুয়েছে আবেগ তোমাকে ভেবে রোদ জড়াবে যেন টুকরো কিছু সুখ আমায় ডাকছে বহুদূর ক্লান্তিহীন কোন গল্পের ছলে হারিয়ে নিজেকে তোমারি মাঝে একেছি স্বপ্ন হাজার নীরব চোখে হারিয়ে নিজেকে তোমারি মাঝে একেছি স্বপ্ন হাজার নীরব চোখে তবুও মন ভাবছে অকারন খুজে যায় নাম তোমার প্রিয় সুরে তোমায় ছুয়ে যাক এই অনুভূতি আমার আমার হয়ে থাক এই গল্পটা তোমার যেন মন থেমে রয় ভাবনায় রেখে তোমাকে আমি একা লিখছি কবিতা সন্ধ্যার এই আলোতে হারিয়ে নিজেকে তোমারি মাঝে একেছি স্বপ্ন হাজার নীরব চোখে হারিয়ে নিজেকে তোমারি মাঝে একেছি স্বপ্ন হাজার নীরব চোখে যেন ভেসে যাওয়া মেঘ আজ ছুয়েছে আবেগ তোমাকে ভেবে রোদ জড়াবে যেন টুকরো কিছু সুখ আমায় ডাকছে বহুদূর ক্লান্তিহীন কোন গল্পের ছলে হারিয়ে নিজেকে তোমারি মাঝে একেছি স্বপ্ন হাজার নীরব চোখে হারিয়ে নিজেকে তোমারি মাঝে একেছি স্বপ্ন হাজার নীরব চোখে