Kumar Sanu - Anandaloke Mangalaloke lyrics

Published

0 417 0

Kumar Sanu - Anandaloke Mangalaloke lyrics

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে ধরণী'পর ঝরে নির্ঝর, মোহন মধু শোভা ধরণী'পর ঝরে নির্ঝর, মোহন মধু শোভা ফুলপল্লব গীতগন্ধ সুন্দর বরনে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর সত্যসুন্দর সত্যসুন্দর

You need to sign in for commenting.
No comments yet.