Jagoron Shilpigoshthi - ফুটপাতে পড়ে থাকা Lying on the pavement lyrics

Published

0 250 0

Jagoron Shilpigoshthi - ফুটপাতে পড়ে থাকা Lying on the pavement lyrics

ফুটপাতে পড়ে থাকা কচি কচি মুখ ছায়াহীন বেড়ে ওঠা ওদের কাছে আসেনা কখনই সুখ তুমি কি এড়িয়ে যাবে তোমার বোনের মত ছেঁড়া পোশাকে ঐ ছোট্ট শিশুকে যে কিনা তোমার কাছে অসহায় হয়ে দুহাত বাড়িয়েছিল তোমার দিকে অথচ তোমার ছোট বোন যদি হত সে পারতে কি কখন করতে বিমুখ তুমি কি তাড়িয়ে দেবে তোমার ভায়ের মত অবহেলিত ঐ পথ শিশুকে ফিরিয়ে দেবে কি তুমি তোমার কাছে আসা ঘর নেই বাড়ি নেই রাস্তায় পড়ে থাকে কখন কি জেনেছ কখন কি ভেবেছ কি নিয়ে বাচে ওরা কিবা তার সুখ

You need to sign in for commenting.
No comments yet.