Grizzle Tune - Tumi Bolle lyrics

Published

0 390 0

Grizzle Tune - Tumi Bolle lyrics

{Verse 1} তুমি বললে মেঘ হয়ে রুখে দাঁড়াবে তোমার চুল গড়িয়ে পরা দাবানল , তুমি বললে বাঁশি বাজাবে যুদ্ধাহত ক্যাকটাসরাশি, {Verse 2} তুমি বললে জৎস্নাতে বিলীন হবে আমার চৈত্রের অনল , তোমার চোখের কোনের অশ্রুধারাতে ভস্ম হবে আমার পৈশাচিক হাসি । {Chorus} তুমি যদি বলো দরজাটা থাকবে সর্বদা খোলা আর আমি চাইলেও জানি তুমি জানলাটা খুলবেনা তুমি যদি বল জানলাটা থাকবে সর্বদা খোলা আর আমি চাইলেও জানি তুমি দরজাটা খুলবেনা

You need to sign in for commenting.
No comments yet.