Geeta Dutt - Tumi Je Amar lyrics

Published

0 490 0

Geeta Dutt - Tumi Je Amar lyrics

তুমি যে আমার, ওগো তুমি যে আমার তুমি যে আমার, ওগো তুমি যে আমার কানে কানে শুধু একবার বল, তুমি যে আমার তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আমারি পরাণে আসি, তুমি যে বাজা বাঁশি আমারি পরাণে আসি, তুমিযে বাজা বাঁশি সেই তো আমারি সাধনা, চাইনাতো কিছু আর তুমি যে আমার, ওগো তুমি যে আমার। তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে দাওগো আমারে ভরে, নীরব অহংকারে তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে দাওগো আমারে ভরে, নীরব অহংকারে। জীবন ম মাঝে, এসোগো বধুর সাজে জীবন ম মাঝে, এসোগো বধুর সাজে সেই তো আমারই জিবনে, তোমারই অভিসার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার কানে কানে শুধু একবার বল,তুমি যে আমার তুমি যে আমার, ওগো তুমি যে আমার।

You need to sign in for commenting.
No comments yet.