জানালায় গরাদ বেয়ে
যখন নেমে আসে চাঁদ
অবাক সময় ঠাই দাড়িয়ে
ফেরার আসায় আবার
তখন তুমি এসে ডাকবে আমায়
যাবো মেঘের দেশে দূর পাহাড়ায়
আমার শহরে রঙ হারিয়েছে
মানুষ জমেছে লাশ কাটা ঘরে
মেঘগুলো এসে রোদ মুছে গেছে
হারিয়ে গেছে অন্ধকারে
তখন তুমি এসে হারালে কোথায়
যাবো মেঘের দেশে আয় ফিরে আয়
আমার শহর বাড়তে থাকে
ভীষণ রঙ-বাহারে
এ শহরে অপু-দুর্গারা বড্ড অনাহারে
তখন তুমি এসে ডাকবে আমায়
যাবো মেঘের দেশে দূর পাহাড়ায়